1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের ঘোষণা প্রধান উপদেষ্টার

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩ Time View

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই তথ্য জানান।

ড. ইউনূস বলেন, “গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে। এতে চলমান সংস্কার প্রক্রিয়া কোনোভাবেই ব্যাহত হবে না।” তিনি আরও জানান, নির্বাচনী উৎসবকে আরও সাশ্রয়ী ও অংশগ্রহণমূলক করতে গণভোটের প্রয়োজনীয় আইন প্রণয়ন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।

প্রধান উপদেষ্টা জানান, ‘জুলাই সনদ’-এর আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনযোগ্য প্রশ্ন ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। তিনি তা তুলে ধরে বলেন—

গণভোটের প্রশ্ন কেমন হবে সেটি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম—‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?’

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে:
1. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ জুলাই সনদের প্রক্রিয়া অনুযায়ী গঠন করা।

2. সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট (দুই কক্ষের) করার প্রস্তাব, যেখানে উচ্চকক্ষে ১০০ জন সদস্য দলীয় ভোটের অনুপাতে নির্বাচিত হবেন।

3. সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা।

4. নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণসহ বিভিন্ন সংস্কারমূলক ধারা বাস্তবায়ন করা।

গণভোটে ভোটাররা এই বিষয়গুলোর ওপর ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত জানানোর সুযোগ পাবেন।

ড. ইউনূস আরও বলেন, যদি গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ হয়, তবে নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। পরিষদটি প্রথম অধিবেশনের পরবর্তী ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার প্রস্তাব প্রস্তুত করবে।

সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে ৩০ কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ নিম্নকক্ষের সঙ্গে সমান থাকবে।

শেষে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই সনদের অঙ্গীকার অনুসারে সংবিধানে সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা ইতোমধ্যেই অনুমোদিত আদেশে সংযোজন করা হয়েছে।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com