1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি

  • পোস্টিং সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২ Time View

সরকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা আরও তিন মাস বাড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১২ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদা বা তদূর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, এবং কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তা—তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এই ক্ষমতা ২০২৫ সালের ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার আওতায় এসব কর্মকর্তা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করতে গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রথমবার সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা প্রদান করা হয়। পরবর্তীতে একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তারাও একই ক্ষমতা পান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com