জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবির ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত আটটি রাজনৈতিক দল।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের নেতাদের এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, এবং নির্বাচন পূর্ববর্তী গণভোটের দাবি নিয়ে আলোচনা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী,
১৩ নভেম্বর: ফ্যাসিবাদবিরোধী অবস্থান কর্মসূচি ও দেশব্যাপী জনসমাবেশ আয়োজন করা হবে।
১৪ নভেম্বর: পাঁচ দফা দাবির পক্ষে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
১৬ নভেম্বর: আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।
নেতারা জানান, ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
Leave a Reply