1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain

শহীদ মিনারে শিক্ষকরা/ দুই উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি

  • পোস্টিং সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ

গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সহকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। রোববার সকাল থেকে বিভিন্ন স্কুলে কর্মবিরতি শুরু হয়। একই সঙ্গে শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষে শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দুই উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়।

অন্য দুই দাবি হলো—চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। এসব দাবিতে আন্দোলনরত সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গতকাল বিকালে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে চড়াও হয় পুলিশ। পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেডে শতাধিক শিক্ষক আহত হন।

গত ২৪ এপ্রিল এক আদেশে ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার কথা জানায় গণশিক্ষা মন্ত্রণালয়। তবে সহকারী শিক্ষকেরা সেটি প্রত্যাখ্যান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com