ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক:
রাজশাহীতে অবস্থিত মেয়েদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রটি দেশের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন আইনি উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সকালে কেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথাগুলো বলেন।
আসিফ নজরুল আরও জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় সারাদেশে শতাধিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা দেশের পাশাপাশি বিদেশে গুরুত্বপূর্ণ পদে কাজ করছে।
এর পাশাপাশি, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে তিনি রাজশাহীতে আসেননি। সকালে কেন্দ্রটি পরিদর্শন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply