ঢাকাই চিত্রনায়িকা পরীমণির জন্মদিনের পার্টি নিয়ে অভিনেত্রী প্রসূন আজাদের অভিযোগের জবাবে মুখ খুলেছেন নায়িকা। শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে প্রসূনকে উদ্দেশ করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
পরীমণি লেখেন, ‘প্রিয় প্রসূন আজাদ, আপনি লিখেছেন যে আমি আমার লোক দেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে এনে অপমান করেছি! আপনি বলেছেন, আমি আমার নাম রৌশন করতে সান্ডা-পান্ডা লোক রাখি যারা গেস্টদের জিজ্ঞেস করে, তারা কারা। আচ্ছা আপু, সত্যিই কি মনে হয় আমি আপনাকে ছোট করার জন্য আমার ইভেন্টে দাওয়াত করব? কখনোই না, বোন।’
অভিনেত্রী আরও বলেন, ‘আপনি জানেন আমি আপনাকে কতখানি পছন্দ করি। আমাদের দেখা না হলেও আপনার এক টিভি সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নম্বর নিয়ে কল করেছিলাম। সেদিন অনেক কথা হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম, “আপনি একজন খাঁটি মানুষ, পিওর সোল।” আপনার বাচ্চাদের নিয়ে আপনার জার্নিটা আমাকে সত্যিই অনুপ্রাণিত করে।’
Leave a Reply