অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার স্বীকার করেছেন, তিনি ইরানে ইসরাইলের হামলার সঙ্গে জড়িত ছিলেন। এর আগে হোয়াইট হাউস ও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে এই দাবি অস্বীকার করা হয়। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। এতে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইসরাইলই প্রথমে হামলা চালিয়েছে। যা ছিল ভীষণ শক্তিশালী। আমি সেই হামলার পুরোপুরি দায়িত্বে ছিলাম। ইসরাইল ১৩ই জুন ইরানের ওপর ব্যাপকভাবে বিমান ও মিসাইল হামলা চালায়। তাতে ইরানের কয়েকজন শীর্ষ জেনারেল, পারমাণবিক বিজ্ঞানী এবং বহু বেসামরিক নাগরিক নিহত হন। এরপর তেল আবিবকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। তারা ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শুরু হয় তুমুল যুদ্ধ। একপর্যায়ে ওই সংঘাতে সরাসরি জড়িত হয় যুক্তরাষ্ট্র। দেশটি ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ওই সংঘাতের প্রথম দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে বলেন, ইসরাইল ‘একতরফাভাবে’ পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হচ্ছে- অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে বৃহস্পতিবারের মন্তব্যে ট্রাম্প প্রথমবারের মতো স্বীকার করেছেন যে, যুদ্ধের সূচনা থেকেই নেতৃত্বে ছিলেন তিনি। তার এই স্বীকারোক্তি আগের পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক।
Leave a Reply