অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্র সফরের আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের উত্থাপিত এক প্রস্তাবে ভোট দিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন শারা। এতে ১৩ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, এই সিদ্ধান্ত একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিয়েছে। আসাদের পতনের পর সিরিয়া এখন এক নতুন যুগে প্রবেশ করেছে।
শারা একসময় ইসলামপন্থী সংগঠন হায়াত তাহরির আল-শাম এর নেতা ছিলেন। যেটি অতীতে আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিল। এ কারণেই তার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র এইচটিএস-কে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়।
জাতিসংঘ সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, সিরিয়া যুক্তরাষ্ট্র ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, যারা সিরিয়া ও এর জনগণের পাশে দাঁড়িয়েছে।
আগামী সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট শারা। ট্রাম্প সম্প্রতি বলেছেন, সিরিয়ার নেতা দেশে শান্তি প্রতিষ্ঠার পথে ভালো অগ্রগতি অর্জন করেছেন। দুই নেতার প্রথম সাক্ষাৎ হয় গত মে মাসে, যখন ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে রিয়াদ সফর করেন। বৈঠক শেষে ট্রাম্প শারাকে একজন দৃঢ়চেতা ব্যক্তি এবং শক্তিশালী অতীতের অধিকারী নেতা বলে আখ্যা দেন।
Leave a Reply