1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • পোস্টিং সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

অনলাইন ডেস্ক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও সুরা ফাতেহা পাঠ করেছে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতারা, এবং মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও সুরা ফাতেহা পাঠ করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনাও করা হয়।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনি: সহ সভাপতি লিটন মাহমুদ বাবু ও মোহাম্মদপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব- আমিনুর রহমান লিটন এর নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক- মিনহাজুল আহমেদ তানভীর স্থানীয় ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা। তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে দেশের সৈনিক ও সাধারণ জনগণ মিলিত হয়ে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নতুন দিকনির্দেশনা তৈরি করেছিলেন, যার মাধ্যমে দেশ গণতন্ত্র ও স্বাধীনচেতা ভাবনায় নতুন গতি পেয়েছিল।

নেতৃবৃন্দ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে আত্মনির্ভরশীল, গণতান্ত্রিক ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আজীবন কাজ করেছেন। তাঁর ঘোষিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ ছিল ঐক্য, সংহতি ও উন্নয়নের প্রতীক। তাই এই দিবসটি শুধু একটি ঐতিহাসিক স্মৃতি নয়, বরং এটি আমাদের জাতীয় চেতনা ও দেশপ্রেম জাগানোর অনুপ্রেরণার উৎস।

এ সময় বক্তারা বলেন, আজ দেশের গণতন্ত্র আবারও বিপন্ন, নাগরিক অধিকার হুমকির মুখে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ। মোহাম্মদপুর স্বেচ্ছাসেবক দল সেই আন্দোলনের মাঠের কর্মী হিসেবে সর্বদা প্রস্তুত।

কর্মসূচি শেষে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা “শামীম হোসেন” সাংবাদিকদের বলেন, “৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় ঐক্য ও স্বাধীনতার প্রতীক। শহীদ জিয়ার আদর্শ আমাদের প্রেরণা দেয় সত্য, ন্যায্যতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। আমরা তাঁর আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের আইকন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখব।”

উল্লেখ্য, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশে ঐতিহাসিকভাবে স্মরণ করা হয় ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত ঘটনাবলির প্রেক্ষিতে। এই দিনে সেনাবাহিনী ও সাধারণ জনগণ একত্রিত হয়ে জাতীয় ঐক্য ও সংহতির নতুন অধ্যায় সূচনা করেছিল বলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ দাবি করে।

এ দিনটি উপলক্ষে সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে — যেমন শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং শোভাযাত্রা। সেই ধারাবাহিকতায় মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলও শ্রদ্ধা নিবেদন করে শহীদ রাষ্ট্রপতির প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মোহাম্মদপুর থানা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আহমেদ তানভীর বলেন, “আমরা বিশ্বাস করি, শহীদ জিয়ার আদর্শই বাংলাদেশের পুনর্জাগরণের পথ। আজকের এই বিপ্লব ও সংহতির দিনে আমরা অঙ্গীকার করছি—গণতন্ত্র, ন্যায় ও স্বাধীনতার সংগ্রামে শেষ পর্যন্ত পাশে থাকব।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com