বিশেষ প্রতিনিধি :
আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বলে পুনরায় নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার নেত্রকোনায় এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, “পতিত সরকারের সময়ে যারা সুবিধা ভোগ করেছে, তারা এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড কর্মী। তাদের কথায় কোনো প্রভাব পড়বে না। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।
Leave a Reply