নিজস্ব প্রতিবেদক :
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একাধিক সংগঠনের একযোগে কর্মসূচির ফলে রবিবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। এতে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একই সময়ে নানা সংগঠন তাদের দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি শুরু করে। এর ফলে শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন ও মতিঝিলসহ গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয়।
প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট এমপিওভুক্তির দাবিতে অবস্থান নেয়। একই স্থানে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তিকরণ এবং অন্যান্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতেও আন্দোলন চলে। পাশাপাশি চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীরাও নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে।
এসব কারণে যানবাহন স্বাভাবিকভাবে চলতে না পারায় কর্মস্থলে যাওয়া-আসায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, সকল বাধা সত্ত্বেও পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আকস্মিক যানজট ও জনদুর্ভোগের জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
Leave a Reply