পাবনা প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন।
সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে ভবনের উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণের বিষয়ে সহযোগিতার অনুরোধ জানানো হয়। জবাবে সরদার এম জাহাঙ্গীর হোসেন প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রেসক্লাব ভবনের উন্নয়ন কাজে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করবেন।


এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরদার জাহাঙ্গীর হোসেন বলেন, :- আগামী জাতীয় নির্বাচনে দলের পক্ষ থেকে যদি মনোনয়ন পাই এবং সাঁথিয়ার জনগণ যদি আমাকে ভোট দিয়ে সুযোগ দেন, তবে আমি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড চালুর উদ্যোগ নেব। বেকার যুবকদের কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। পাশাপাশি, জনগণের জরুরি চিকিৎসা সেবার জন্য একটি ‘কুইক সার্ভিস মেডিকেল টিম’ গঠন করা হবে।”
তিনি আরও বলেন :- “সাঁথিয়ার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। জনগণের পাশে থেকে, তাদের সমস্যার সমাধানে কাজ করাই আমার অঙ্গীকার।”
মতবিনিময় সভায় সাঁথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন সরদার এম জাহাঙ্গীর হোসেন এবং ভবিষ্যতেও সংবাদকর্মীদের পাশে থেকে সাঁথিয়ার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকা ওয়াল/এমএস
Leave a Reply