প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেম ও বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়ায় প্রেমিকার বাড়িতে গিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্য পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সাঁথিয়া উপজেলার সামান্য পাড়া গ্রামের আহাদ শেখের ছেলে আরিফ শেখ। তিনি সৌদি আরব প্রবাসী। তার স্ত্রী রত্না খাতুনের (২৫) সঙ্গে পরকীয়া সম্পর্ক হয় পাবনা সদর উপজেলার খয়সুতী গ্রামের ইমাম প্রামানিকের ছেলে স্বপনের (৪০)। এ সম্পর্কের সূত্রে প্রেমিক স্বপনকে নিয়ে সংসার করার প্রতিশ্রুতি দেন রত্না খাতুন।
দীর্ঘ দিনের এই সম্পর্কের এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন রত্না। পরবর্তীতে কোনো সাড়া না পেয়ে গতকাল সোমবার প্রেমিকা রত্নার খোঁজে তার নিজ বাড়িতে যান। তার ঘরে ঢুকে প্রথমে নিজের হাত কাটেন প্রেমিক স্বপন প্রামানিক।
পরে স্থানীয়দের উপস্থিতিতে নিজের সঙ্গে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন স্বপন। পরবর্তীতে গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বপনের মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায় সাঁথিয়া থানা পুলিশ।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন প্রেমিকা রত্না খাতুন। একইসঙ্গে ওই দিন রাতেই স্বপনের স্ত্রী মায়া খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকা ওয়াল/এমএস
Leave a Reply