বাংলাদেশের লক্ষ্যটা ছিল মাত্র ১৩৬ রান। আধুনিক টি-টোয়েন্টির যুগে এই রানটা মামুলিই। কিন্তু বাংলাদেশের জন্য এই রানকেই পাহাড়সম করে তুলল পাকিস্তানি বোলাররা।
ইনিংসের অর্ধেক খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৮ রান। অর্থাৎ বাকী ৬০ বলে বাংলাদেশের প্রয়োজন ৭৮ রান। ফাইনালে উঠার এই গুরুত্ত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ টাইগার টপ অর্ডার। অপেনার সাইফ হাসান ১৫ বলে ১৮ রান করলেও পারভেজ ইমন ফিরেন শূন্য হাতে। আর তাওহিদ করেন ১০ বলে ৫ রান।
Leave a Reply