1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain

সুন্দরবন ভ্রমণে এসে আইরিশ পর্যটকের মৃত্যু

  • পোস্টিং সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ Time View
সুন্দরবন ভ্রমণে এসে এক আইরিশ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম কারমেল নইলিন ৫৭। তিনি আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক।

স্বামীসহ অন্যান্য ৭৫ জন পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি। জানা গেছে, তার স্বামী বাংলাদেশি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। 

এদিকে, খবর পেয়ে বনবিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন।

পরে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।
বনবিভাগ জানায়, শুক্রবার বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। ওইদিন রাতে তাদের বহন করা জাহাজটি কচিখালী আসার পর সেখানেই তারা রাত্রিযাপন করেন। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে কারমেল নইলিন মারা গেছেন।

 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে আইরিশ ওই নারী পর্যটক মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী অভয়ারণ্য স্টেশনের ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা গিয়েছিলেন এক কিশোর পর্যটক। তার নাম মাহিত আব্দুল্লাহ (১৬)। পরিবারের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিল ওই কিশোর।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com