1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain

প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে সরকার

  • পোস্টিং সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ Time View

‘যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে কওমি শিক্ষার্থীরা অনলাইন শিক্ষাসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবে।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সরকার দেশের সব স্তরের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন ডিজিটাল রূপান্তরের পথে। কওমি মাদরাসার শিক্ষার্থীরাও এই অগ্রযাত্রার অংশীদার। প্রাথমিক পর্যায় থেকে তাদের ডিজিটাল দক্ষতা অর্জন ভবিষ্যতে জ্ঞানভিত্তিক সমাজ ও টেকসই অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার বার্ডে কওমি মাদরাসার শিক্ষার্থীদের প্রাথমিক ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের সব স্তরের শিক্ষার্থীদের জন্য সরকার প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে উল্লেখ করে ফয়েজ আহমদ বলেন, ‘এ প্রশিক্ষণ কর্মশালা সেই লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরো বলেন, ‘যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে কওমি শিক্ষার্থীরা অনলাইন শিক্ষাসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবে। যা তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। এরপর আইসিটি বিভাগের মাধ্যমে এডভান্স লেবেলের প্রশিক্ষণ করাবো। সারা দেশেই দক্ষতা অর্জন বিষয়ক এ জাতীয় প্রশিক্ষণ আয়োজনের চেষ্টা করব।’

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

আয়োজকরা জানান, মোট ১৬০ জন কওমি শিক্ষার্থী মোট আটটি ব্যাচে প্রশিক্ষণে অংশ নেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (এজ)’ প্রকল্পের সহায়তায় এই প্রশিক্ষণ হচ্ছে।

এর আগে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ডাটা গভার্নান্স অ্যান্ড ইন্টারঅপেরাবিলিটি বিষয়ে সেশন পরিচালনা করেন ফয়েজ আহমদ।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান এবং কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক।

এছাড়াও এ সময় কুমিল্লার বার্ডের কর্মকর্তা, এজ প্রকল্পের প্রশিক্ষক এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com