1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, সারাদেশে কেন্দ্রে হবে ২৫৬

  • পোস্টিং সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ Time View

দেশের আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিচ্ছেন লাখো প্রার্থী।

বিপিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর গেট বন্ধ হয়ে যাবে, দেরিতে এলে আর প্রবেশের সুযোগ থাকবে না। আসন বিন্যাস, সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত তথ্য কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের সাইটে পাওয়া যাবে। একই তথ্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমেও জানানো হয়েছে।

প্রবেশপত্রে থাকা ছবি ও তথ্য পরীক্ষাকেন্দ্রে তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে। গরমিল পাওয়া গেলে প্রার্থিতা বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ও উত্তরপত্র থাকবে চার সেটে। প্রতিটি সঠিক উত্তরে এক নম্বর যোগ হবে, আর ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক পাঁচ নম্বর। দুই ঘণ্টার এ পরীক্ষায় কেউ কক্ষ ত্যাগ করতে পারবেন না।

পরীক্ষাকেন্দ্রে বই, মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। এসব নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করলে বা নকলের সঙ্গে যুক্ত থাকলে প্রার্থিতা বাতিল হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা সুবিধা রাখা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধীরা শ্রুতিলেখক পাবেন এবং তাঁদের জন্য প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় থাকবে। অন্য প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত সময় হবে প্রতি ঘণ্টায় পাঁচ মিনিট। প্রবেশপত্র ছাড়া কেউ হলে প্রবেশ করতে পারবেন না। হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে নতুন প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এছাড়া ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য আলাদা আসন বিন্যাস ও প্রশ্নপত্র ছাপানো হয়েছে। কারও জন্য ভার্সন পরিবর্তনের সুযোগ থাকবে না।

ঢাকার সেনানিবাস এলাকায় তিনটি পরীক্ষাকেন্দ্রের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে—ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এবং মুসলিম মডার্ন একাডেমি। এসব কেন্দ্রে পরীক্ষার্থীদের নির্দিষ্ট গেট ব্যবহার করতে হবে। ক্যান্টনমেন্ট গার্লস স্কুল ও রমিজ উদ্দিন কলেজের পরীক্ষার্থীরা এমইএস গেইট বা ইসিবি সংলগ্ন পকেট গেট ব্যবহার করবেন। মুসলিম মডার্ন একাডেমির পরীক্ষার্থীরা কচুক্ষেত সংলগ্ন এমইএস কনভেনশন হলের পাশের পকেট গেট দিয়ে প্রবেশ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় অনিয়ম বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে এবং সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com