আগামী ১১ নভেম্বর রাজধানীতে জামায়াতসহ আট দলের সমাবেশের আগে সরকারকে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আট দলের পক্ষ থেকে স্মারকলিপি দেয়ার পর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, “যদি দাবি মানা না হয়, ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হতে পারে।” পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় প্রধান উপদেষ্টাকে ‘রেফারির ভূমিকায়’ থাকার আহ্বান জানান।
জামায়াতের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রতিনিধি আদিলুর রহমান খান।
Leave a Reply