স্টাফ রিপোর্টার :
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।
আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, আর সাংবাদিক মঞ্জুরুল আলমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগে বলা হয়, বৈঠকে উপস্থিত থেকে আবদুল লতিফ সিদ্দিকী দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে তৎকালীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের আহ্বানমূলক বক্তব্য দেন এবং অন্যদের উসকানি দেন।
ওই বৈঠকে উপস্থিত ৭০–৮০ জনের মধ্যে ১৬ জনকে পুলিশ আটক করে। পরদিন ২৯ আগস্ট শাহবাগ থানায় এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। পরে আদালত আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর থেকেই আবদুল লতিফ সিদ্দিকী কারাগারে ছিলেন। আজ হাইকোর্টের আদেশে তিনি ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ছয় মাসের জন্য জামিন পেলেন।
Leave a Reply