1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain

শাহজাদপুর থেকে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

  • পোস্টিং সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

হাফিজুর রহমান বলেন, ‘আইনি অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।’

জানা গেছে, হাজেরা খাতুন দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে গুলশান থানা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০০৮ ও ২০১৮ সালে সাধারণ সম্পাদক, ২০১৩ সালে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ২০২২ সালে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত আসন (০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন হাজেরা খাতুন নার্গিস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com