‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, প্রাণবন্ত মন, সুশোভিত শিক্ষাঙ্গন’— এই প্রতিপাদ্য নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা।
শুক্রবার সকাল ১০টার দিকে শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা। উদ্বোধনের পর তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
সভাপতি তারেক মনোয়ার বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একসাথে ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। ফলে সারাদিন ট্রাক চলাচল ও নির্মাণ সামগ্রীর কারণে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে। এছাড়া অনেক জায়গায় প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য জমে আছে। তাই ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এই দুই দিনব্যাপী উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার, তাই এর পরিচ্ছন্নতা রক্ষাও আমাদের সবার দায়িত্ব।”
Leave a Reply