বাছাইপর্বের শেষ ম্যাচে জয় পেলেই পর্তুগাল নিশ্চিত করবে তাদের বিশ্বকাপের টিকিট। তবে দলটির প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হয়েছে বড় শঙ্কা—২০২৬ বিশ্বকাপের একাধিক ম্যাচ তিনি মিস করতে পারেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক লাল কার্ড পাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে।
ডাবলিনে আয়ারল্যান্ডের কাছে ২–০ গোলের পরাজয়ের ম্যাচে দারা ও’শেরকে কনুই দিয়ে আঘাত করায় রেফারি প্রথমে হলুদ কার্ড দেখান। পরে ভিএআরের সিদ্ধান্তে সেটি লাল কার্ডে রূপ নেয়। আন্তর্জাতিক পর্যায়ে ২২৬ ম্যাচ খেললেও এটি রোনালদোর প্রথম লাল কার্ড; তবে ক্লাব ফুটবলে তিনি আগে ১৩ বার লাল কার্ড দেখেছেন।
নিয়ম অনুযায়ী এই লাল কার্ডের কারণে তাকে এক ম্যাচ নিষিদ্ধ থাকতেই হবে। কিন্তু ‘সহিংস আচরণ’ হিসেবে গণ্য হওয়ায় বাড়তে পারে আরও তিন ম্যাচের নিষেধাজ্ঞা। কনুই দিয়ে আঘাত, ঘুষি বা লাথির মতো আচরণে ফিফার নিয়ম অনুযায়ী ন্যূনতম তিন ম্যাচের শাস্তি দেওয়া হয়।
পর্তুগালের বাছাইপর্বে বাকি শুধু একটি ম্যাচ। তাই অতিরিক্ত নিষেধাজ্ঞা হলে তার বাকি ম্যাচগুলো কার্যকর হবে ২০২৬ বিশ্বকাপে। উল্লেখযোগ্য বিষয় হলো—এই নিষেধাজ্ঞা শুধু প্রতিযোগিতামূলক ম্যাচেই প্রযোজ্য হবে।
Leave a Reply