1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain

ফ্লোটিলা থেকে আটকদের সঙ্গে ‘বানরের মতো’ আচরণ করছে ইসরায়েলি সেনারা

  • পোস্টিং সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪ Time View

গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটকের পর ইসরায়েলি সেনারা মানবিক সহায়তা কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন ইতালির দুই সাংবাদিক। খবর আল জাজিজার

ইতালীয় সাংবাদিক সাভেরিও তোমাসি জানিয়েছেন, আটক হওয়ার পর ফ্লোটিলার কর্মীদের সঙ্গে ‘বানরের মতো’ আচরণ করেছে ইসরায়েলি সেনারা। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে না এবং বন্দিদের এক ধরনের মানবচরিত্রহীন অবস্থায় রাখা হয়েছে।

ফ্লোটিলায় থাকা ৪২টি নৌকা থেকে অন্তত ৪৫০ জন কর্মীকে আটক করে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে অধিকাংশই এখনো ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন বলে জানা গেছে।

আরেক ইতালীয় সাংবাদিক লরেঞ্জো ড’আগোস্তিনো বলেন, ইসরায়েলি কারাগারে দু’দিন থাকার সময় তাদের ঘুম থেকে বারবার জাগানো হয়, ভয় দেখানো হয় কুকুর দিয়ে এবং সেনাদের বন্দুকের লেজার পয়েন্টার তাদের শরীরে তাক করে রাখে যেন ভয় পায়।

ড’আগোস্তিনো অভিযোগ করেন, তার ব্যক্তিগত জিনিসপত্র ও অর্থও ইসরায়েলিরা চুরি করে নিয়েছে।

এই ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, শান্তিপূর্ণ মানবিক সহায়তা মিশনের কর্মীদের এমনভাবে আটক ও নিপীড়ন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

সূত্র: আল জাজিরা

ঢাকা ওয়াল/এমএস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com