জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, দিদারুল আলম, আখতার আহমদ, এড. জাফর উল্লাহ ইসলামাবাদী, মাওলানা শফিউল হক জিহাদী, অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক ও অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী।
জেলা আমীর আনোয়ারী বলেছেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের কোন বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি না হলে ছাত্র- জনতার জীবনদান ব্যর্থ হয়ে যাবে। নির্বাচনে পেশিশক্তির আধিক্য দেখা যাবে। বিগত সাড়ে পনেরো বছর দেশে যে সংকট ছিল তা দূর হবে না। দেশ আবারও পিছিয়ে যাবে। সংকট ঘনীভূত হবে। সুতরাং যেনতেন নির্বাচনের দিকে না গিয়ে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে দেশে নির্বাচনি হাওয়া শুরু হয়েছে। নির্বাচনি পরিবেশকে শান্তিপূর্ণ ও সহনশীল করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা অন্যান্য দলের কাছেও দায়িত্বশীল আচরণ কামনা করছি। দেশের মানুষ যাকে পছন্দ করবে তাকে যেন স্বাধীন ও ভয়ভীতিমুক্ত হয়ে ভোট দিতে পারে।
আনোয়ারী বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আমরা এই দেশকে বিশ্বের মাঝে উন্নত ও সমৃদ্ধ জনপদে পরিণত করতে চাই। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে বৈষম্য মুক্ত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
ঢাকা ওয়াল/এমএস
Leave a Reply