নীলফামারী সরকারি কলেজের অনার্স১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ সেপ্টেম্বর)সকাল ১০টায় নীলফামারী সরকারি কলেজ হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজে শাখা উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায়, মো: হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান পাটোয়ারী।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাড. আল ফারুক আব্দুল লতিফ।
এসময় বক্তরা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মূল উদ্দেশ্য চাকুরী নয়,দেশ ও জাতির কল্যানে নিজেকে ধাবিত করা।প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নিজ নিজ ধর্মের পড়াশোনা করা একান্ত জরুরি। আসুন আমরা সকলেই মিলেই আমাদের এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে বিশ্বের কাছে সুনামের সাথে তুলে ধরি।সেইসাথে তারা আরও বলেন, যেকোনো সমস্যার সমাধানে ছাত্রশিবির আপনাদের পাশেই থাকবে।
এছাড়াও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম, সেক্রেটারি সেলিম ইসলাম, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সহ অনন্য নেতৃবৃন্দ।
Leave a Reply