নিজস্ব প্রতিবেদন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রথম প্রচারণা টিজার রোববার (২ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। ওই ৪৮ সেকেন্ডের ভিডিওটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, আজ থেকে নির্বাচন সম্পর্কিত ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রকাশিত টিজারে দেখা যায়, গুম ও বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত সমন্বয়ক হিসেবে পরিচিত ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক ভোটারদের ঐতিহাসিক এই নির্বাচনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দিতে বের হবে এবং ওই নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্য্য নির্ধারণ করবে — “ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে জনগণ,” তিনি মন্তব্য করেন।
টিজারের শুরুতে সরকারের এক সময়কার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের একটি পুরনো বক্তব্য দেখানো হয়েছে। সেখানে তিনি বলেছেন যে, “শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে” ভারতের সরকারের কাছে অনুরোধ করেন—এই বক্তব্যটি তখন দেশব্যাপী বিতর্ক সৃষ্টি করেছিল। ক্যাম্পেইনের প্রথম টিজার হিসেবে সেটি আবারও ব্যবহার করা হয়েছে।
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি রোববার দুপুরে টিজার প্রকাশের বিষয়ে তথ্য জানান। তিনি বলেন, টিজারটি দেশের মানুষের কাছে নির্বাচনকে গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব হিসেবে উপস্থাপন করার জন্য তৈরি করা হয়েছে।
ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল টিজারে আরো বলেন, অতীতের বিতর্কিত অধ্যায়গুলো পেছনে রেখে জনগণ এবার নিজ হাতে দেশ চালানোর সিদ্ধান্ত নেবে—“নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে,” তার ভাষ্য ছিল।
Leave a Reply