এক ধরনের ছোট অপ্রচলিত টক ফল ‘অড়বড়ই’। ছোট হলেও দেখতে অনেকটা মিষ্টিকুমড়ার মতো চ্যাপ্টা এবং ৬-৭টি খাঁজকাটা বা ভাঁজবিশিষ্ট। আবার দেখতে কিছুটা আমলকীর মতোও মনে হয়। অড়বড়ইয়ের বেশ ভেজষ গুণ রয়েছে; চুলপড়া রোধ আর অ্যাজমা চিকিৎসায় এর ব্যবহারের কথা জানা যায়।
এ ফলের অনেক বাংলা নাম আছে। নামগুলো হলো- অরবরই, অড়বড়ই, নোয়াইল, নইল, লেবোইর, হরিফল, নলতা, নোয়েল, ফরফরি, রোয়াইল, রুয়াইল, রয়েল ইত্যাদি। তবে রুয়াইল আর অড়বড়ই নামেই বেশি চেনে মানুষ। ইংরেজিতে অড়বড়ইকে অটাহাইট গুজবেরি (Otaheite gooseberry) বলা হয়। আরো আছে ইংরেজি নাম। এগুলো হলো- কান্ট্রি গুজবেরি (Country gooseberry) , স্টার গুজবেরি (Star gooseberry) , মালয় গুজবেরি (Malay gooseberry) ইত্যাদি। তবে অনেক দেশের মানুষ এ ফলকে অটাহাইট গুজবেরি নামেই বেশি চেনে। দেখতে স্টার বা তারার মতো বলে অনেকে স্টার গুজবেরি বলেন। এর বৈজ্ঞানিক নাম ফাইলান্থাস অ্যাসিডাস (Phyllanthus acidus)।
ফলটির ব্যাস এক সেন্টিমিটার প্রায়। গাছের পাতাবিহীন উঁচু ডালে গোলাপি রঙের ফুল হয়। ফুল স্ত্রী ও পুরুষ। স্ত্রী ফুল থেকে হয় ফল। ফুল আসে জানুয়ারিতে। পরিপক্ব হয় এপ্রিল-মে মাসে। ফল পাকে জুলাই-সেপ্টেম্বরে বা বর্ষাকালে। ফলের বীজ বা বিচি একটি। বিচি সবুজ। তার ভেতর আরো অনেক ছোট ৫-৬টি বীজের মতো গোটা থাকে। ফলটিতে কামরাঙার মতো প্রচুর জলীয় অংশ থাকে, যা খেলে সামান্য তৃষ্ণা নিবারণ হয়। ফল ধরে থোকায় থোকায়। প্রতি থোকায় ফল থাকে ৮০-৯০টা বা তার চেয়ে বেশি। কাঁচা ফল শক্ত; পাকলেও শক্ত। ফল পাকলে ঝরে পড়তে শুরু করে। অনেক সময়ে বছরে দুবার ফল হয়।
অড়বড়ই গাছের পাতা ছোট। নতুন পাতা হালকা সবুজ হলেও পরে গাঢ় সবুজ হয়। পাতার নিচটা নীল-সবুজ। পাতা কিছুটা পুরু ও ডিম্বাকৃতির। কিনারা খাঁজকাটা ও মসৃণ। এ গাছের উচ্চতা ৯-১০ গজ। এ গাছ কিছুটা শক্তিশালী ও টেকসই। এর কাঠ দিয়ে বড় আসবাব না হলেও ছোট জিনিস তৈরি করা যায়। উঁচু ও আর্দ্র মাটি গাছের জন্য ভালো। গাছ মোটামুটি ঝোপালো হয়। এশিয়া ছাড়াও দক্ষিণ ও মধ্য আমেরিকাসহ আরো কয়েকটি দেশে অড়বড়ই গাছ রয়েছে। সৌন্দর্য বৃদ্ধির জন্যও অনেকে এ গাছ লাগায়।
Leave a Reply